spot_img

এবার দুর্গাপূজা নির্বিঘ্নে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

শারদীয় দুর্গাপূজা ঘিরে মণ্ডপ পাহারায় আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের সব জায়গায় এবার দুর্গাপূজা নির্বিঘ্নে হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান।

প্রতিমা ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীও এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মণ্ডপ পাহারায় আগামী বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। তবে নির্বাচন ঘিরে অনেক সময় ছোটখাটো ঘটনা ঘটে থাকে। সেটিও যাতে ঘটতে না পারে, সেই পদক্ষেপ নেওয়া হবে।

‌‌‘মিয়ানমার থেকে মাদক আসছে, অপরদিকে দেশ থেকে সার পাচার হচ্ছে। এসব রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে। মাদকের সঙ্গে যুক্তরা আগের তুলনায় অনেক বেশি ধরা পড়ছে’, বলেন তিনি।

সর্বশেষ সংবাদ

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি পেন্টাগনের

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছে পেন্টাগন। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা...

এই বিভাগের অন্যান্য সংবাদ