spot_img

মেসির জোড়া গোল-অ্যাসিস্টে দুর্দান্ত জয় মায়ামির

অবশ্যই পরুন

দুই ম্যাচ বিরতি দিয়ে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে গত ম্যাচে ইন্টার মিয়ামি জার্সিতে গোলে ফিরেছিলেন লিওনেল মেসি। দিন চারেক ব্যবধানে আবারও দেখা গেল মেসি ঝলক। জোড়া গোলের সঙ্গে সতীর্থকে দিয়ে করিয়েছেন এক গোল। মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জয়ও পেয়েছে মিয়ামি।

মিয়ামির মাঠ চেজ স্টেডিয়ামে রোববার ভোরে ডিসি ইউনাইটেডের সঙ্গে ৩-২ ব্যবধানে জিতেছে মিয়ামি। ম্যাচজুড়ে ৬৩ শতাংশ সময় মেসিদের দখলের ছিল বল। গোলের জন্য নেয়া ১৭ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৭তি। বিপরীতে ইউনাইটেডের ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল ছয়টি।

প্রথমার্ধের ৩৫ মিনিটে তাদেও আলেন্দের গোলে লিড পায় হাভিয়ের মাশ্চেরানোর দল। নিজেদের অর্ধ থেকে দূরপাল্লার পাস বাড়ান মেসি, যা নিয়ে ইউনাইটেড বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়ান আলেন্দে। মিয়ামিতে প্রথম বছরে এটি আর্জেন্টাইন মিডফিল্ডারের অষ্টম গোল। অন্যদিকে, এমএলএসের চলতি মৌসুমে ১২তম অ্যাসিস্ট মেসির।

প্রথমার্ধে পিছিয়ে পড়া ইউনাইটেড ম্যাচে ফেরে ৫৩ মিনিটে। সতীর্থ ব্রেন্ডন সার্ভানিয়ার কোনাকুনি ক্রসে মাথা ছুঁয়ে বল জালে জড়ান ক্রিস্টিয়ান বেনটেকে। ইউনাইটেডের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৩ মিনিট বাদে স্কোরশিটে নাম তোলেন মেসি। বক্সের ভেতরে ডিফেন্ডার জর্ডি আলবার পাস থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন ৩৮ বর্ষী। ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।

৮৫ মিনিটে আসে আর্জেন্টাইন মহাতারকার চিরচেনা বাঁ-পায়ের শট। সার্জিও বুসকেটসের পাস পেয়ে বক্সের মাথা থেকে আলতো শট নেন মেসি। যাতে লাফিয়েও ইউনাইটেড গোলরক্ষক বল ছুঁতে পারেননি। এটি চলতি মৌসুমে মেসির ২২তম গোল, গোল্ডেন বুটের দৌড়ে তার সামনে আছেন কেবল একজন, ন্যাশভিলের স্যাম সারিজ। নির্ধারিত সময়ের সপ্তম মিনিটে মারেলের গোলে ইউনাইটেড ফের ব্যবধান কমায়। খানিক বাদে রেফারির শেষ বাঁশিতে তাদের ৩-২ গোলের হার নিশ্চিত হয়।

সর্বশেষ সংবাদ

অভিনেতা মোহনলাল পেলেন দাদাসাহেব ফালকে পুরস্কার

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন মালয়ালম সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলাল। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ