বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’। আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিনেমাটি দেশে মুক্তি পাচ্ছে। পাশাপাশি, দীর্ঘ ৩ বছর অপেক্ষার পর একই দিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ছবি ‘ফেরেশতে’ও।
‘বাড়ির নাম শাহানা’ শুক্রবার দেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা লীসা গাজী। এটি তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন তিনি।
ছবিটি প্রসঙ্গে লীসা গাজী বলেন, ছবিতে আমি ভালো ও মন্দের সরল সংজ্ঞার বাইরে গিয়ে একজন সাধারণ নারীর প্রতিনিধিত্ব সৃষ্টি করেছি, যার সঙ্গে দর্শক সংযোগ স্থাপন করতে পারবেন এবং ছবির চরিত্রগুলোর মধ্যে নিজেদের ছায়া দেখতে পাবেন।
গুপী বাঘা প্রডাকশনস লিমিটেডের প্রযোজনায় (বাংলাদেশে) নির্মিত এ সিনেমাটির মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা। অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনায় ছিলেন সোহিনী আলম।
অন্যদিকে, এর আগে ১২ সেপ্টেম্বর ‘ফেরেশতে’র মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। ফলে ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে আসবে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি।
সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প উঠে এসেছে ‘ফেরেশতে’ সিনেমায়। এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে অনল সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদের একজনের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান।
সিনেমাটিতে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ।
মুরতাজা আতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’র চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলা অনুবাদেও কাজ করেছেন ফয়সাল ইফরানের সঙ্গে।
ছবিটিতে রয়েছে কবি পিয়াস মজিদের লেখা একটি গান। গানটি গেয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি।
সিনেমাটির প্রযোজনার দায়িত্বে আছেন সুমন ফারুক, আর সহ-প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন জয়া আহসান।