এশিয়া কাপের গ্রুপ ‘বি’ গ্রুপে কঠিন সমীকরণের সামনে এসে দাঁড়িয়েছে টিম বাংলাদেশ। আজ শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচেই নির্ধারিত হবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান তারকাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, তারাও আফগানিস্তানকে হারিয়েই সুপার ফোরে যেতে চান।
সহজ সমীকরণ বলছে, শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে। অবশ্য শ্রীলঙ্কা হারলেও সুযোগ আছে। কিন্তু এক্ষেত্রে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারতে হবে। বলা যায় লঙ্কানদের জয়ই এখন টাইগারদের সুপার ফোরে তুলতে সক্ষম। আর তাই আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বাংলাদেশ থাকবে শ্রীলঙ্কার পক্ষে।
এ প্রসঙ্গে শানাকা বলেন, ‘দেখুন, আমাদের জন্য প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামি এমন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে। আমরাও আফগানিস্তানকে হারাতে চাই। আফগানিস্তান অনেক ভালো, উঁচু মানের দল। তাদের হারাতে পারলে আমাদের জন্য ভালোই হবে।’
সব কিছু ছাপিয়ে লড়াইটা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের স্পিনারদেরও। যা মানছেন শানাকাও। তবে আবুধাবির এই মাঠেই আফগানদের বিপক্ষে লঙ্কানদের খেলার অভিজ্ঞতা আছে। তাই দুশ্চিন্তার কিছু দেখছেন না লঙ্কান অলরাউন্ডার। তিনি বলেন, ‘আসলে এই ম্যাচে স্পিনারদের লড়াই হতে যাচ্ছে। তাদের মানসম্পন্ন অ্যাটাক আছে। এটার জন্য আমরা প্রস্তুত আছি। আরব আমিরাতে ওদের বিপক্ষে অনেকবারই খেলেছি।’