spot_img

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে চেলসি

অবশ্যই পরুন

আন্তর্জাতিক বিরতির পর মাঠে নেমে জয় তুলতে ব্যর্থ হলো চেলসি। শনিবার (১৩ সেপ্টেম্বর) জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।

ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ব্লুজরা। জর্ডান হেন্ডারসনের লং বল থেকে শুরু হওয়া আক্রমণে ৩৫ মিনিটে কেভিন শ্যাডে গোল করে স্বাগতিক ব্রেন্টফোর্ডকে লিড এনে দেন। এসময় চেলসি বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে ১৬টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে ব্রেন্টফোর্ডের ৭ শটের ৪টি ছিল লক্ষ্যে।

বিরতিতে কোচ এনজো মারেস্কা তিনটি পরিবর্তন আনেন। এরপর বদলি হিসেবে নামেন কোল পালমার ও আলেহান্দ্রো গারনাচো। ৬১ মিনিটে পালমারের গোলে সমতায় ফেরে চেলসি। এরপর ৮৫ মিনিটে মোইজেস কাইসেডোর গোল তাদের এগিয়ে দেয়। তবে যোগ করা সময়ে (৯৩ মিনিটে) ফাবিও কারভালহো গোল করে ব্রেন্টফোর্ডকে সমতায় ফেরান।

চার ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে চেলসি এখন প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে ব্রেন্টফোর্ড অবস্থান করছে ১২ নম্বরে। সামনে চেলসির অপেক্ষায় কঠিন লড়াই। এই সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগে তাদের প্রতিপক্ষ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এরপর ঘরোয়া লিগে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের।

সর্বশেষ সংবাদ

প্রতিটা মুহূর্ত ভয়ে কাটাচ্ছি: সামান্থা

নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর মানসিক এবং শারীরিক বিপর্যয় কাটিয়ে উঠেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এক সাক্ষাৎকারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ