spot_img

দীপিকার সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন রণবীরের মা

অবশ্যই পরুন

একটা সময় বলিউড গরম ছিল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেমে। দু’জনেই তখন উঠতি তারকা। ক্যারিয়ারের শুরুর দিকেই একে অপরের প্রেমে প্রজাপতির মতো উড়েছিলেন। তবে টেকেনি সে প্রেম। বিচ্ছেদের পর দুজনেই হয়েছেন সংসারী।

এদিকে একাধিকবার দীপিকা জানিয়েছেন রণবীরের সঙ্গে বিচ্ছেদের কারণ। তার কথায়, সেই সম্পর্কে রণবীর নাকি মোটেই সিরিয়াস ছিলেন না। উল্টো তাকে ঠকিয়েছিলেন।

বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন রণবীরের মা নীতু কাপুর। দীপিকার দাবী উড়িয়ে দেন তিনি। রণবীরের মায়ের ভাষ্য, রণবীর মোটেই ওরকম নয়। আসলে, রণবীর দীপিকার সঙ্গে যখন সম্পর্কে ছিল, তখন একটু স্পেস চাইছিল। একটু প্রাইভেসি চেয়েছিল। দীপিকা সেটা দিতে পারেনি। আমার মনে হয়, এই কারণে রণবীর বিরক্ত হয়ে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। তবে রণবীর কিন্তু একেবারেই প্লেবয় ছিল না।

দীপিকাকে শেষ দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’-এ। এতে আরও ছিলেন অজয় দেবগণ, কারিনা কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ। অন্যদিকে রণবীরকে দেখা গেছে ‘অ্যানিমেল’ ছবি। আরও ছিলেন রাশমিকা মান্দানা, অনীল কাপুর প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ভোটের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে: অর্থ উপদেষ্টা

জাতীয় নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ