spot_img

রোহিঙ্গা সংকট নিয়ে নতুন সম্মেলনের প্রস্তাব এপিএইচআরের

অবশ্যই পরুন

রোহিঙ্গা সংকট নিয়ে নতুন আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের প্রস্তাব করেছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সংগঠনটির একটি প্রতিনিধি দল এই প্রস্তাব তুলে ধরেন।

এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো বলেন, দুইটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। একটি হলো রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আসিয়ান নেতৃত্বে উদ্যোগ নেয়া। অন্যটি হলো রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান-বাংলাদেশ-চীন উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্মেলন আয়োজন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারও বাংলাদেশকে আসিয়ান জোটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ চাই। এটি আমরা অনেকবার বলেছি। যেহেতু বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়, সেহেতু রোহিঙ্গা ইস্যুটি সরাসরি আলোচনায় আনা যাচ্ছে না। এই সমস্যার সমাধান করা জরুরি।

এ সময় আসিয়ান সংসদীয় গ্রুপ গঠন এবং সেখানে বাংলাদেশকে সদস্য হিসেবে যুক্ত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রোহিঙ্গা সমস্যা আমাদের কাঁধে এসে পড়েছে। বিশ্বে বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলারও আহ্বান জানান তিনি।

চার্লস সান্তিয়াগো বলেন, ২০১৮ সালে আসিয়ান সংসদ সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছিল। তখন থেকে এ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। রোহিঙ্গা সমস্যাকে আসিয়ানের সমস্যা হিসেবে তুলে ধরার চেষ্টা করছি। তবে গত দুই-তিন বছর আমরা চুপ ছিলাম। কারণ মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধার করা আমাদের মূল লক্ষ্য ছিল।

এ সময় মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল ম্যানুয়েল এবং এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চোনলাথান সাপফাইবুনলার্ডও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

দল বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে: ইসি সচিব

কোনও দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন 'শাপলা কলি' যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ