spot_img

হিজাব পরা ছবি পোস্টের পর বাজে মন্তব্য, কড়া জবাব প্রভার

অবশ্যই পরুন

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি হিজাব পরা একটি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে বাজে মন্তব্যের শিকার হয়েছেন। তিনি একটি মন্তব্যের কঠোর জবাব দিতে বাধ্য হয়েছেন। কারণ, ওই মন্তব্যটি তার জীবনের পুরনো একটি কালো অধ্যায়কে সামনে এনেছে।

একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রভার পুরনো ব্যক্তিগত ভিডিওর প্রসঙ্গ টেনে একটি নেতিবাচক মন্তব্য করা হয়।

জবাবে প্রভা লিখেছেন, ‘হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।’ প্রভার এই কড়া জবাবের প্রশংসা করেছেন অনেকেই।

২৫ আগস্ট প্রভা নারীদের নিয়ে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি নারীদের নীরব সংগ্রাম, শক্তি এবং সাহসের প্রশংসা করেছেন।

তিনি লিখেছেন, ‘তারা এমন সংগ্রামের মুখোমুখি হয় যা কেউ দেখে না। তারা নীরবে বোঝা বহন করে, প্রায়শই অন্যের সুখকে নিজের সুখের আগে রাখে। তারা প্রতিদিন ঘুম থেকে ওঠে, ক্লান্ত বা ভেঙে পড়ে, তবুও হাসিমুখে হাজির হয়।’

সর্বশেষ সংবাদ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশের অবস্থান কত?

ফিফা তাদের বছরের শেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সোমবার (২২ ডিসেম্বর)। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এদিকে, বাংলাদেশ তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ