spot_img

পাকিস্তানের নিজস্ব স্যাটেলাইট পৌঁছাল কক্ষপথে, অভিযান সফল

অবশ্যই পরুন

পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে। এরপর স্যাটেলাইটটি সেখানে সফলভাবে তার অভিযান শুরু করেছে। নিজস্ব প্রযুক্তিতে এই স্যাটেলাইট তৈরি করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)। এটিকে পাকিস্তানের মহাকাশ অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন ও গালফ নিউজ।

পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পৌঁছে কার্যক্রম শুরু করেছে বলে শনিবার দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সুপরকো’র বেশ কয়েকটি সূত্র জানিয়েছে বলে খবর দিয়েছে সংবাদমাধ্যম।

গালফ নিউজ বলছে, স্যাটেলাইটটি গত ৩১ জুলাই চীনের শিচ্যাং লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। সুপরকো জানিয়েছে, স্যাটেলাইটটি ইতোমধ্যে ভূমি স্টেশনের সঙ্গে স্থিতিশীল যোগাযোগ স্থাপন করেছে এবং উচ্চ রেজোলিউশনের ছবি সংগ্রহ শুরু করেছে, যা পরে পৃথিবীতে পাঠানো হচ্ছে।

স্যাটেলাইটটি ইতোমধ্যে ভূমি-ভিত্তিক স্টেশনের সঙ্গে স্থিতিশীল যোগাযোগ স্থাপন করেছে এবং উচ্চ রেজোলিউশনের ছবি পাঠাচ্ছে। এর মাধ্যমে নগর উন্নয়ন, নির্ভুল কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ খাতে সিদ্ধান্ত গ্রহণে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

দ্য ডন বলছে, পাকিস্তানের নতুন এই রিমোট সেন্সিং স্যাটেলাইট প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করবে এবং আরও দ্রুত সাড়া দেওয়ার সুযোগও তৈরি করবে। সময়মতো তথ্য সরবরাহের মাধ্যমে বন্যা, ভূমিধস, ভূমিকম্পসহ নানা দুর্যোগের ঝুঁকি সম্পর্কেও কর্তৃপক্ষকে সতর্ক করা সম্ভব হবে।

পরিবেশ সুরক্ষায়ও অত্যাধুনিক এই স্যাটেলাইট ভূমিকা রাখবে। বিশেষ করে হিমবাহ গলে যাওয়া ও বন উজাড়ের মতো বিষয় পর্যবেক্ষণ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইটটি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও সহায়তা করবে।

এছাড়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্প বাস্তবায়ন, পরিবহন নেটওয়ার্ক মানচিত্রায়ন, ভূখণ্ডগত বিপদ বা ঝুঁকি চিহ্নিতকরণ এবং প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও অত্যাধুনিক এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে উন্নত সেন্সরও রয়েছে, যা বন্যা, ভূমিকম্প, ভূমিধস, হিমবাহ গলে যাওয়া ও বন উজাড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম ধারণা দিতে পারবে। এসব তথ্যের ভিত্তিতে সম্পদ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণও সহজ হবে।

সূত্র: দ্য ডনগালফ নিউজ

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনের প্রতি অন্তর্বর্তী সরকারের সমর্থন অব্যাহত থাকবে, রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ