spot_img

শাহিদ-তামান্নার ‘রোমিও’তে নতুন চমক

অবশ্যই পরুন

বিশাল ভরদ্বাজের আসন্ন অ্যাকশন-থ্রিলার ‘রোমিও’ ঘিরে উত্তেজনা তুঙ্গে। শাহিদ কাপুরকে কেন্দ্র করে তৈরি এই গ্যাংস্টার-ড্রামায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। একসময়ের বলিউডের নিয়মিত মুখ, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সাফল্যের পর আবারও পুরোপুরি বলিউডে ফিরছেন তিনি।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, বিশাল ভরদ্বাজের এটি হতে চলেছে সবচেয়ে বাণিজ্যিক প্রোজেক্ট। রোমাঞ্চ, আবেগ আর অপরাধের মিশেলে গড়ে উঠছে ‘রোমিও’-র কাহিনি।

তামান্না ভাটিয়া এখানে থাকছেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে, যিনি ছবির মোড় ঘুরিয়ে দেবেন মূল বাঁকে। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর তাঁকে দেখা যাবে বলিউডের ফুল-লেন্থ থ্রিলারে। শুধু শাহিদ-তামান্নাই নয়, এই ছবিতে থাকছেন ত্রিপ্তি দিমরি, নানা পাটেকর ও রণদীপ হুদা—যারা প্রত্যেকেই ছবিতে আলাদা মাত্রা যোগ করবেন।

এই ছবি আগে ‘অর্জুন উস্তারা’ নামে পরিচিত ছিল। শাহিদ ও বিশাল ভরদ্বাজের এটি চতুর্থ ছবি—এর আগে ‘কমিনে, হায়দার ও রংগুন’-এ তাঁদের জুটি দর্শককে উপহার দিয়েছে মাইলফলক সিনেমা।

‘রোমিও’ মুক্তি পাবে ৫ ডিসেম্বর, ২০২৫-এ। আর আগামী অক্টোবরের শুরুতেই প্রকাশ্যে আসবে এর প্রথম লুক পোস্টার। বছরের শেষ ভাগের সবচেয়ে আলোচিত সিনেমা হতে চলেছে এটি বলেই মনে করছেন অনেকে।

সর্বশেষ সংবাদ

ইরান ইস্যুতে এবার মুখ খুললো পাকিস্তান

ইরানে সাম্প্রতিক ‘বিদেশি মদদপুষ্ট অস্থিরতার’ প্রেক্ষাপটে দেশটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ