spot_img

শুল্ক চুক্তি সফল, ঢাকার জন্য আলাদা কোনও শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র: প্রেস সচিব

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে ২০ শতাংশ বর্ধিত শুল্কহার নির্ধারিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে যমুনা টেলিভিশনকে তিনি জানিয়েছেন, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সফল হয়েছে। দেশটির বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো। বাংলাদেশের জন্য আলাদা কোনও শর্ত আরোপ করেনি যুক্তরাষ্ট্র, বাকি দেশগুলোর মতো একই শর্ত দিয়েছে। যুক্তরাষ্ট্র চাচ্ছিল, বাণিজ্য ঘাটতি কমাতে।

যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, তুলাসহ বিভিন্ন ধরনের পণ্যও আনতে চায় বাংলাদেশ। এতে করে রফতানি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম।

প্রসঙ্গত, বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি জানান, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে নতুন করে আরও ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে আলাপ-আলোচনার পর তিনি এ শুল্ক ২০ শতাংশে নামিয়ে এনেছেন।

সর্বশেষ সংবাদ

স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন লুকাস পাকেতা

ব্রাজিলিয়ান ফুটবলার মানেই যেন বিতর্ক। মাঠে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই খবরের শিরোনামে থাকে সেলেসাওরা। নেইমার, দানি আলভেসসহ এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ