spot_img

গুলশানে চাঁদাবাজি: রিয়াদের বাসা থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা জব্দ

অবশ্যই পরুন

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আবদুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) গুলশান থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

এর আগে বুধবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, রিয়াদের বাসা থেকে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করা হয়েছে।

তিনি বলেন, রিয়াদের বাসা থেকে চেকটি উদ্ধার করা হয়েছে। রিয়াদ বর্তমানে রিমান্ডে আছে। আমরা এ বিষয়টি খতিয়ে দেখছি। আশা করি তদন্ত শেষে বিস্তারিত জানা সম্ভব হবে।

গত ২৬ জুলাই গুলশানের ৮৩ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ফ্ল্যাটটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রিয়াদসহ চারজন এখন সাত দিনের রিমান্ডে রয়েছেন। বাকি তিনজন হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর ইউনিটের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না (২৪), সদস্য সাকাদাউন সিয়াম (২২) ও সাদাব (২১)।

সর্বশেষ সংবাদ

টি-টোয়েন্টিতে টানা জয়ের বিশ্ব রেকর্ড গড়ল উগান্ডা

আন্তর্জাতিক ক্রিকেটে উগান্ডার ইতিহাস খুব সমৃদ্ধ না হলেও গত কিছু বছর ধরে তারা নিজের পরিচিতি সৃষ্টি করেছে। ১৯৯৮ সালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ