spot_img

ওভালের ‘ফাইনালে’ খেলছেন না স্টোকস-বুমরাহ

অবশ্যই পরুন

‘অ্যান্ডারসন-টেন্ডুলকার’ ট্রফির সিরিজ নির্ধারণী ওভাল টেস্টে খেলছেন না ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ ও ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। পাঁচ ম্যাচ সিরিজে প্রথম চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। বোর্ডের মেডিকেল টিম জানিয়েছে, বুমরাহর পিঠের ভবিষ্যৎ ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুমরাহর চোট শঙ্কা আছে। তাই কোনো রকম ঝুঁকি নিতে নারাজ শুবমান গিলের দল। সিরিজ শুরুর আগেই অবশ্য ভারতীয় টিম ম্যানেজম্যান্ট জানিয়েছিল, বুমরাহকে সব টেস্টে খেলানো হবে না।

হেডিংলির প্রথম টেস্টে খেলেছিলেন বুমরাহ। এরপর এজবাস্টনের দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন। পরে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে আবার খেলেন তিনি।

অন্যদিকে, শেষ টেস্টের আগে যেন বড় ধাক্কা খেলো স্বাগতিকরা। দলের অধিনায়ক বেন স্টোকস ওভাল টেস্ট খেলছেন না। চোটের কারণে তিনি ছিটকে পড়ায় ওলি পোপকে অধিনায়ক করে আজ বুধবার (৩০ জুলাই) একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।

ওল্ড ট্রাফোর্ডে নামার আগেও চোটে পড়েছিলেন স্টোকস। বল করার সময় কয়েকবার অস্বস্তিতে ভুগতেও দেখা গেছে তাকে। তবে পারফরম্যান্সে ছিলেন দারুণ। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, বোলিংয়ে নিয়েছিলেন ফাইফার। তবে ওয়ার্কলোডও কমিয়ে এনেছিলেন।

স্টোকস ছাড়াও শেষ টেস্টটির একাদশে নেই আগের ম্যাচে খেলা আরও ৩ জন ইংলিশ ক্রিকেটার। লিয়াম ডসন, ব্রাইডন কার্স ও জফরা আর্চারের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন জ্যাকব বেথেল, গাস অ্যাটকিনসন, জশ টাং। আর স্টোকসের বদলি হিসেবে দুদিন আগেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল জেমি ওভারটনকে।

শেষ টেস্টে ইংল্যান্ড একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারিব ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।

সর্বশেষ সংবাদ

বাহরাইনে বাংলাদেশিদের ভিসা সহজ করতে আলোচনা

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমা বাহরাইন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ