spot_img

‘পাকিস্তানকে আয়না দেখিয়ে দিলো বাংলাদেশ, লজ্জার ব্যাপার’

অবশ্যই পরুন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের পরাজয় নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। দেশের সাবেক ক্রিকেটারদের অনেকে প্রকাশ করছেন ক্ষোভ, হতাশা আর উদ্বেগ। তাদের একজন বাসিত আলী, যিনি একদিকে যেমন পাকিস্তান দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ, অন্যদিকে তেমনি বাংলাদেশ দলকে ধন্যবাদ জানাচ্ছেন দলের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য।

১৫ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় আঘা সালমানের দল। শেষদিকে ৩২ বলে ফাহিম আশরাফের ৫১ রানের ইনিংসে লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারে দলটি। বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্ব দিচ্ছেন বাসিত।

তিনি বলেন, ‘বাংলাদেশ দূর্দান্ত খেলেছে। এই জয় তাদের প্রাপ্য। ১৩৩ রান যেভাবে তারা ডিফেন্ড করেছে, পুরো ক্রেডিট বাংলাদেশেরই। টপ ক্লাস। বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা। আপনারা ভালো ক্রিকেট খেলেছেন এবং আমাদের আয়না দেখিয়েছেন। বাংলাদেশ পাকিস্তানকে আয়না দেখিয়ে দিলো। লজ্জার ব্যাপার। বাবর আজম, রিজওয়ান এবং শাহীনকে ছাড়া পাকিস্তান দল বানানো সম্ভব নয়।’

এ দিন পাকিস্তানের প্রথম ছয় ব্যাটারের রান ছিল যথাক্রমে ৮, ১, ০, ৯, ০, ০। এমন স্কোরবোর্ড দেখে ক্ষেপেছেন বাসিত। পাকিস্তান দলের ব্যাটারদের এ নিয়ে কটাক্ষ করেন তিনি।

বাসিত বলেন, ‘বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছে। পাকিস্তান টস জিতলেও ম্যাচ জেতেনি। বাংলাদেশ ১৩৩ রান করেছে, দুইশ রান থেকে ৬৭ রান কম- তাও পাকিস্তান ম্যাচটি হেরেছে। আপনাদের একটি ফোন নাম্বার বলি। ৮১০৯০০- এটা আমার নাম্বার নয়। এটা পাকিস্তানের টপ অর্ডারের রান। বলতে লজ্জা লাগছে, টেস্টে যেভাবে দুই ইনিংস ব্যাটিং করতে হয়, পাকিস্তানের জন্য টি-টোয়েন্টি এবং ওয়ানডেতেও দুই ইনিংস ব্যাটিং চালু করা উচিত!’

সর্বশেষ সংবাদ

এসিসি সভাপতির সঙ্গে হকি-কাবাডি নিয়েও আলোচনা ক্রীড়া উপদেষ্টার

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন রাজা নকভি আজ সকালে বাংলাদেশে এসেছেন। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। এসিসি প্রেসিডেন্ট মহসিন রাজা...

এই বিভাগের অন্যান্য সংবাদ