spot_img

গাজীপুরে সিএন‌জি অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪

অবশ্যই পরুন

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিএনজি চালকসহ ২ জন।

শুক্রবার (১৮ জুলাই) মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, মাওনা এলাকা থেকে সিএনজি অ‌টো‌রিকশা ৫ জন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে রওনা হয়। ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অ‌টো‌রিকশা দুম‌ড়েমুচ‌ড়ে যায়। ঘটনাস্থলেই বাবা জাহিদুল ইসলাম ও তার ছেলে নিহত হয়। এ সময় জাহিদু‌লের স্ত্রী ও সিএনজি চালকসহ ৩ জনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কা‌লিয়া‌কৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত ডাক্তার জাহিদুলের স্ত্রী ও আরও একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত স্বামী-স্ত্রী ও ছেলে বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে জানিয়েছেন পুলিশ। আহত সিএনজি চালকের অবস্থাও আশঙ্কাজনক।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। হাসপাতালে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহ‌মেদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হয়েছে।

সর্বশেষ সংবাদ

আর্মেনিয়া-আজারবাইজান ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর

ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। শুক্রবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে...

এই বিভাগের অন্যান্য সংবাদ