spot_img

হাঁটুর বয়সী নায়কের প্রেমে কারিনা কাপুর!

অবশ্যই পরুন

দুই সন্তানের জননী এবং ভোপালের নবাব পরিবারের ‘শেষ বেগম’ হিসেবে ঘর-সংসার ও কাজ দুটোই দারুণভাবে সামলাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ২০২৩ সালে খান-কাপুর ও দেওলদের মধ্যেও দুর্দান্ত প্রত্যাবর্তনের পর তিনি আবারও বলিউডের ‘মধ্যমণি’ হয়ে উঠেছেন। চল্লিশ পেরোলেও তার গ্ল্যামারের ঝলকানি আজও তরুণ হৃদয় তোলপাড় করে। কারিনা নাকি তার হাঁটুর বয়সী এক নায়কের সঙ্গে প্রেম করছেন। তবে এই প্রেম বাস্তবে নয়, সিনেমার পর্দায়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কারিনা কাপুর এমন একটি সিনেমায় অভিনয় করবেন, যেখানে তাকে বিশ বছর বয়সী এক তরুণের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। যদিও সিনেমার নাম এখনও ঠিক হয়নি এবং ছবি সম্পর্কিত যাবতীয় তথ্য নির্মাতারা গোপন রেখেছেন।

নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে, এই সিনেমায় নাকি কারিনাকে ভূতের চরিত্রে দেখা যাবে। শুধু তাই নয়, বলিউডের অন্যান্য ভৌতিক সিনেমার চেয়ে এই ছবির গল্প ও চিত্রনাট্য অনেকটাই ভিন্ন হবে বলে শোনা যাচ্ছে। যেখানে অভিনেত্রী নিজেও তরুণী হিসেবে ধরা দেবেন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, সিনেমার গল্প লিখছেন হুসেইন দালাল, যিনি পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এ কাজ করেছেন। যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবে এই নতুন ছবি নিয়ে বলিউডে বেশ রাখঢাক চলছে। এর কারণ সম্ভবত, এমন ভিন্নধর্মী চরিত্রে বেবোকে এর আগে পর্দায় দেখা যায়নি।

বলিউডের পর্দায় অসমবয়সী প্রেম অবশ্য নতুন নয়। সম্প্রতি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির নায়িকা সারা অর্জুনও ঠিক একই কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন কারণ তিনি অভিনেতার চেয়ে বয়সে অনেক ছোট। এবার কারিনার এই নতুন জল্পনায় কবে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে, সেটাই দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ মাহমুদ

জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটা ম্যারাথনের মতো। সময় যতই লাগুক এটা বাস্তবায়ন করতে হবে। শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন...

এই বিভাগের অন্যান্য সংবাদ