spot_img

ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ২২ গোলের জয়

অবশ্যই পরুন

ভুটান নারী ফুটবল লিগে সাবিনা-ঋতুপর্ণাদের পারো এফসি’র কাছে ২২-০ গোলে বিধ্বস্ত হয়েছে ফুটসিলিং এএফসি। সর্বাধিক ৭ গোল করে ম্যাচে সেরা হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন।

পারো এফসির ২২ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া করেছেন ১৯ গোল। সর্বাধিক সাবিনার ৭ গোলের সঙ্গে ঋতুপর্ণার ৬টি, সুমাইয়ার ৪টি ও মনিকার গোল সংখ্যা দু’টি। প্রথমার্ধে ঋতুপর্ণাদের দল ১১-০ গোলে এগিয়ে ছিল।

খেলার শুরু থেকেই অপ্রতিরোধ্য পারো এফসি’কে আটকাতে হিমশিম খায় ফুটসিলিং। সাবিনা-ঋতুর্পণাদের আক্রমণে ভেঙে পড়ে তাদের রক্ষণ। প্রথমার্ধে ১১ গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। আক্রমণের ধার অব্যাহত রেখে ২২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পারো এফসি।

পারো এফসি’র গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া। আজও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি বাংলাদেশের ফুটবলারের হাতেই।

সর্বশেষ সংবাদ

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ মাহমুদ

জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটা ম্যারাথনের মতো। সময় যতই লাগুক এটা বাস্তবায়ন করতে হবে। শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন...

এই বিভাগের অন্যান্য সংবাদ