spot_img

বিশাল জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু বাংলাদেশের

অবশ্যই পরুন

জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩০ রানের বিশাল জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেনোনিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন জাওয়াদ আবরার। মোহাম্মদ আবদুল্লাহ ও রিজান হোসেনের আরও দুই ফিফটিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে দলীয় শতকের আগেই ৬ উইকেট হারায় তারা। দলের ব্যাটিং বিপর্যয়ে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন মোহাম্মদ বুলবুলিয়া। ৪ চার ও ৩ ছক্কায় তিনি করেন ৭৯ বলে ৭২ রান। ২৮৬ রান তাড়ায় ৩২.১ ওভারে ১৫৫ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

১৩০ রানের এই জয়ে বাংলাদেশের যুবাদের হয়ে বল হাতে ভূমিকা রাখেন ইকবাল। তিনি ৭ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন।

১৯ জুলাই দ্বিতীয় এবং ২২ জুলাই তৃতীয় ওয়ানডে খেলবে দুই দল।

সর্বশেষ সংবাদ

ভারত কেন শেখ হাসিনাকে পুশব্যাক করে না— প্রশ্ন রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী...

এই বিভাগের অন্যান্য সংবাদ