spot_img

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আলকারাজ-সিনার

অবশ্যই পরুন

উইম্বলডনের পুরুষ এককের মেগা ফাইনালে উঠেছেন টেনিসের দুই শীর্ষ তারকা কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। বর্তমান প্রজন্মের সেরা এই দুই টেনিস তারকার মহারণ দেখতে মুখিয়ে টেনিস ভক্তরা। আসরের প্রথম সেমিফাইনালে টেলর ফ্রিটজকে হারিয়ে আলকারাজ, আর দ্বিতীয় সেমিতে নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন সিনার।

একটু পেছনে ফিরলে দেখা যাবে একবিংশ শতাব্দিতে পুরুষদের এককে টেনিস বিশ্ব শাসন করেছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। কখনও ফেদেরার-নাদাল। আর কখনও নাদাল-জকোভিচ আবার ফেডেক্স-জকোর লড়াইয়ের মুগ্ধতায় মোহিত হয়েছে টেনিস প্রেমীরা। তবে ফেদেরার আর নাদাল টেনিস ছাড়ায় সেই প্রতিদ্বন্দ্বীতা আর নেই।

আরও পেছনে গেলে পিট সাম্প্রাস, আন্দ্রে আগাসি, থেকে শুরু করে রড লেভার, জিমি কনর্স, বিয়োর্ন বোরি, ইভান লেন্ডলের মতো তারকারা মাতিয়েছে টেনিস ওয়ার্ল্ড।

তবে এখন বইছে নতুন প্রজন্মের হাওয়া। মাত্র ২২ বছর বয়স কিন্তু ইতিমধ্যেই ৫টি গ্রান্ডস্লাম জিতে কিংবদন্তি হবার পথ ধরেছেন স্পেনের নতুন সেনসেশন কার্লোস আলকারাজ।

আর মাত্র এক জয় পেলেই ষষ্ঠ গ্ল্যান্ড স্লামও জিতেছেন এই স্প্যানিশ। উইম্বলডনের সেমিফাইনালে মার্কিন টেলর ফ্রিটজকে হারিয়ে টানা তৃতীয় উইম্বলডন ফাইনালে উঠেছেন আলকারাজ।

তবে আলকারেজের এই ফাইনাল জয়ের স্বপ্ন মোটেও সহজ হবে না। কারণ এই মুহুর্তে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার উঠেছেন ফাইনালে। সেমিফাইনালে কিংবদন্তি নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠেছেন এই ইতালিয়ান। কতটা ভালো ফর্মে আছেন সিনার সেটা বোঝার জন্য এটাই যথেষ্ঠ নয় কি?

অতীত পরিসংখ্যান বলছে আলকারাজ-সিনারের লড়াইয়ে এগিয়ে আলকারাজ। গত দুই উইম্বলডনে ট্রফি জেতা আলকারাজ মুখোমুখি দেখায় জয় পেয়েছে ৮টি আর সিনার জিতেছেন ৪ ম্যাচ। সবশেষ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সিনারকে হারিয়ে ট্রফি জিতেছিলেন আলকারাজ।

তবে ফর্মের বিচার করলে কিছুটা এগিয়ে থাকবেন সিনার। এই বছরই অস্ট্রেলিয়ান ওপেন জেতা এই ইতালিয়ান আলকারাজকে টপকে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

ফেদেরার-নাদাল পরবর্তী যুগে বড় কোন অঘটন না ঘটলে আলকারেজ-সিনারই হতে যাচ্ছেন নতুন তারকা। হয়তো সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীও। টেনিসের নতুন যুগ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে কি হাত মেলাবেন ক্রিকেটারেরা? যা জানালো আইসিসি

এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে নিশ্চিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ