spot_img

বড় ব্যবধানে হারলো সাকিবের দুবাই ক্যাপিটালস

অবশ্যই পরুন

গ্লোবাল সুপার লিগে দারুণ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই ছন্দ হারিয়েছে দুবাই ক্যাপিটালস। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানরা। এই ম্যাচে ব্যাট ও বল হাতে সাকিব ছিলেন একেবারে বিবর্ণ।

টস জিতে দুবাইকে ব্যাটিংয়ে পাঠায় হোবার্ট। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দুবাই ক্যাপিটালস। ওপেনার সেদিকউল্লাহ অটল ১১ বলে করেন ২৫ রান। এরপর একে একে ফিরে যান নিরোশান ডিকওয়েলা (১২), রোহান মোস্তফা (১২), এবং সাকিব আল হাসান (১০ বলে ৭)। মোহাম্মদ নবিকে ছক্কা হাঁকানোর পরপরই এক্সট্রা কভারে আরও একটি ছক্কার চেষ্টায় জেইক ডোরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব।

অধিনায়ক গুলবাদিন নাইব কিছুটা প্রতিরোধ গড়লেও (২৭ বলে ৩১), অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। শেষদিকে ডমিনিক ড্রাকেস (১১) ও আরায়ামান ভার্মা (৫) কিছু রান যোগ করলেও নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪২ রানে থামে দুবাইয়ের ইনিংস।

বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে লক্ষ্য তাড়ায় শুরুতে ভানুকা রাজাপাকশেকে হারায় হোবার্ট। তবে বেন ম্যাকডারমট (৪৮) ও ম্যাকএলিস্টার রাইট (৪৭ বলে ৫০) দুর্দান্ত ব্যাটিংয়ে জয় সহজ করে ফেলেন। শেষ পর্যন্ত জ্যাক ডোরানের (২৩*) অপরাজিত ইনিংসে ৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে হোবার্ট হারিকেন্স।

দুবাইয়ের বোলিং আক্রমণে সাকিব ৪ ওভারে দেন ৩৪ রান, উইকেটশূন্য ছিলেন তিনি। দলের হয়ে রোহান মোস্তফা, কাইস আহমেদ ও আরায়ামান ভার্মা একটি করে উইকেট নিলেও বড় ব্যবধান রোধ করতে ব্যর্থ হন।

দ্বিতীয় ম্যাচেই বড় ব্যবধানে হেরে কিছুটা চাপেই রয়েছে দুবাই ক্যাপিটালস। বিশেষ করে দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন।

সর্বশেষ সংবাদ

আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউডের আলোচিত অভিনেত্রী!

গুঞ্জন উঠেছে আফগানিস্তান জাতীয় দলের পেসার আফতাব আলমকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড ও টেলিভিশন জগতের আলোচিত অভিনেত্রী আরশি খান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ