spot_img

এ বছরে নয়, ছাব্বিশে বাংলাদেশে আসবে ভারত

অবশ্যই পরুন

নানা কারণে অনেকদিন ধরেই আলোচনায় ছিল, পেছাতে পারে ভারতের বাংলাদেশ সফর। সপ্তাহখানেক আগেই যমুনা টেলিভিশনও জানিয়েছিল পেছাতে পারে এই হাইভোল্টেজ সিরিজ। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। দুই বোর্ডের সমঝোতায় এই সিদ্ধান্ত এসেছে।

আগের সূচি অনুযায়ী, চলতি বছরের আগস্টের ১৭ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারতের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ। তা পরিবর্তিত হয়ে ২০২৬ এর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এই সিরিজ যথাসময়ে না হওয়ায় সম্প্রচার স্বত্ব থেকে বিসিবির ক্ষতির শঙ্কার পরিমাণ প্রায় একশ কোটি টাকা।

এদিকে, এমনিতেও সাম্প্রতিক সময়ে ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ কমেছে, ভারত সিরিজ নিয়ে নিশ্চিতভাবেই দর্শকরা আগ্রহী হতো। সিরিজ পেছানোয় সেই আগ্রহও কমছে।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই: তাহের

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ