spot_img

বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন আমির খান

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা আমির খান ‘সিতারে জামিন পার’ সিনেমার সাফল্যের পর এবার আন্তর্জাতিক মঞ্চে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ১৪ থেকে ২৪ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন এই ‘মিস্টার পারফেকশনিস্ট’।

উৎসবের অংশ হিসেবে আমির খান তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কিছু সিনেমা নিয়ে অংশ নেবেন এক বিশেষ আলোচনায়। পাশাপাশি ‘সিতারে জামিন পার’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর পর পরিচালক আরএস প্রসন্ন ও আমির খান অংশ নেবেন দর্শকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে।

এই সম্মাননা প্রসঙ্গে আমির বলেন, “মেলবোর্নের ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। এটি ভারতীয় সিনেমার বৈচিত্র্য ও গভীরতাকে উদযাপন করে।”

তিনি আরও বলেন, “দর্শকদের সঙ্গে কথা বলার সুযোগ, আমার প্রিয় কিছু কাজ নিয়ে আলোচনা এবং সিনেমার শক্তিকে উদযাপন করার জন্য আমি মুখিয়ে আছি। ‘সিতারে জামিন পার’ দর্শকদের হৃদয় ছুঁয়েছে জেনে আমি কৃতজ্ঞ।”

সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ