spot_img

সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া: আমীর খসরু

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করছে অস্ট্রেলিয়া। ভবিষ্যতেও দেশটির এ সহযোগিতা অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া চায় দেশে দ্রুত ভোট হোক এবং তাতে সকল অংশগ্রহণ করুক। এছাড়া, আগামী নির্বাচনে ভোট কাস্টিংয়ের হার অনেক হবে বলে মনে করে দেশটি।

সর্বশেষ সংবাদ

অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয়

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।...

এই বিভাগের অন্যান্য সংবাদ