spot_img

ইংল্যান্ডের জয়রথ থামিয়ে সেনেগালের ইতিহাস

অবশ্যই পরুন

ফিফা প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে হারিয়েছে সেনেগাল। ফলে প্রথম আফ্রিকান দল হিসেবে ইংল্যান্ডকে হারানোর গৌরব অর্জন করলো কালিদুরা।

হ্যারি কেইনদের কোচ হয়ে আসা টমাস টুখেলের এটিই প্রথম হার। অবশেষে ২১ জয়ের যাত্রায় ছেদ পড়লো ইংলিশদের। আফ্রিকান দেশটির বিপক্ষে আগের ২১ ম্যাচের ১৫টিতেই জিতেছিল ইংল্যান্ড। বাকি ছয়টি ম্যাচ নিষ্পত্তিহীন।

সিটি গ্রাউন্ডে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যান হ্যারি কেইন। তবে প্রতিপক্ষের আক্রমণে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ইংলিশরা। বিরতির আগে সেনেগালের হয়ে গোল করেন ইসমালিয়া সার। ১-১ সমতা নিয়ে বিরতিতে ফেরে দুদল।

দ্বিতীয়ার্ধে দাপট দেখায় সফরকারীরা। ৬২ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় আফ্রিকার দেশটি। যোগ করা সময়ে ইংলিশদের হারে শেষ পেরেক ঠুকে দেন চিক সাবালি। তাতেই ঘটে ইতিহাস!

এই ঐতিহাসিক জয়কে আফ্রিকার কাপ অব নেশন্স জয়ের সঙ্গে তুলনা করেছেন সেনেগালের অধিনায়ক কালিদু। আর হ্যারি কেইন আশাবাদী, দ্রুত পুরোনো রূপে ফিরবে তার দল।

সর্বশেষ সংবাদ

জোতার সম্মানে তার জার্সি তুলে রাখলো লিভারপুল

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। মাঠের বাইরের এই মর্মান্তিক ঘটনায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ