spot_img

ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করবে ইরান

অবশ্যই পরুন

ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব।

রোববার (৮ জুন) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনের তথ্যমতে, রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইসমাইল খতিব বলেন, ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় নথি আমাদের হাতে আছে। এছাড়া এমন অনেক নথি আছে যেগুলোর সাথে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশের সংশ্লিষ্টতা আছে। তবে এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও, পারমাণবিক প্রকল্পের তথ্য অতিদ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

তেহরানের হাতে আসা নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ধনভাণ্ডার’ উল্লেখ করে তিনি বলেন, এগুলো ইরানের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। তবে তাৎক্ষণিকভাবে এসব তথ্যের কোনও প্রমাণ দেননি তিনি।

উল্লেখ্য, ইসরায়েলি সরকার কখনোই তাদের পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করেনি। যদিও তাদের কাছে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে দাবি করেছে দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত ফাঁস হওয়া নথির বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনও মন্তব্য করেনি।

এর আগে, গাজা যুদ্ধের সময় তেহরানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে কিছু ইসরায়েলি ব্যক্তিদের গ্রেফতার করেছিল নেতানিয়াহু প্রশাসন। যদিও গত বছর ইসরায়েলি পারমাণবিক গবেষণা কেন্দ্রে হ্যাকিংয়ের সাথে এর কোনো যোগসূত্র ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের বৈঠকে বিবাদে জড়ালেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা

ইসরায়েল ইরান যুদ্ধপরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়িয়েছেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা। শুক্রবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের...

এই বিভাগের অন্যান্য সংবাদ