spot_img

হাইব্রিড মডেলেই নারী বিশ্বকাপ, পাকিস্তানের ভেন্যু কলম্বো

অবশ্যই পরুন

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যে টানাপড়েন তৈরি হয়েছিল, তার রেশ এসে পড়েছে নারী ওয়ানডে বিশ্বকাপেও। নভেম্বরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে এই প্রতিযোগিতা। কিন্তু শুরু থেকেই পাকিস্তান জানিয়ে দিয়েছিল, ভারতের মাটিতে তারা খেলবে না। শেষ পর্যন্ত আইসিসি সেই অবস্থান মেনে নারী বিশ্বকাপেও চালু করেছে হাইব্রিড মডেল—যার আওতায় পাকিস্তানের ম্যাচ আয়োজন করা হবে শ্রীলঙ্কায়।

নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের ম্যাচগুলো হবে ৫ ভেন্যুতে। যার চারটি ভারতে। অন্যটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। টুর্নামেন্টটি ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে। এতে ৮টি দল অংশ নেবে এবং ২৮টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন ফরম্যাটে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে ফাইনাল ম্যাচের জন্য। তবে পাকিস্তান দল যদি ফাইনালে ওঠে, তাহলে ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। চিন্নাস্বামী এবং প্রেমাদাসা ছাড়াও গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম এবং বিশাখাপত্তনমে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

আয়োজক দেশ ভারত বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচ খেলবে। আসরের প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটিতে। তবে পাকিস্তান গ্রুপ পর্ব পেরুতে পারলে সেই খেলা চলে যাবে কলম্বোতে। দ্বিতীয় সেমি পরদিন বেঙ্গালুরুতে। আর ফাইনাল দুই নভেম্বর বেঙ্গালুরু বা কলম্বোতে।

এদিকে, ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ১২ জুন, ইংল্যান্ডের এজবাস্টনে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড নারী দল। টুর্নামেন্টটি চলবে মোট ২৪ দিন ধরে, যেখানে সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৩৩টি ম্যাচ।

সর্বশেষ সংবাদ

গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ নিরাপদে থাকুক, তিনি এটাই চান। এমনকি গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ