spot_img

৭৮০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো ইউক্রেন-রাশিয়া

অবশ্যই পরুন

২০২২ সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন। শুক্রবার উভয় দেশই ৩৯০ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ২৭০ জন সেনা ও ১২০ জন বেসামরিক বন্দি রয়েছে। শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তুরস্কে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে যেসব সমঝোতা হয়েছে, সেসবের আওতায় ছেড়ে দেয়া হয়েছে এই যুদ্ধবন্দিদের।

তুরস্কের বৈঠকে উভয় দেশের ৫শ’ জন করে মোট ১ হাজার যুদ্ধবন্দির মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন ৭৮০ জন। আজ শনিবার ও আগামীকাল রোববার বাকি ২২০ জনকে ছেড়ে ও দেয়া হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, বিনিময়কৃত বন্দিদের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভের আক্রমণের সময় রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক ব্যক্তিরাসহ সামরিক ও বেসারিক নাগরিকরাও আছেন।

সর্বশেষ সংবাদ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারপার্সন গ্রাজিনা বারানোভস্কা। এসময় তার নেতৃত্বে...

এই বিভাগের অন্যান্য সংবাদ