spot_img

টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মোস্তাফিজ

অবশ্যই পরুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রাতের ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। রোববার (১৮ মে) টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গুজরাট।

দিল্লির একাদশে মোস্তাফিজ আছে। মিচেল স্টার্কের বদলি হিসেবে একাদশে জায়গা পেয়েছেন এই বাঁহাতি পেসার। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে অক্ষর প্যাটেলের দল। এরআগে আরব-আমিরাতের বিপক্ষে এক ম্যাচ থেলেই ভারতের উদ্দেশে উড়াল দেন এই বাঁহাতি পেসার।

গত ১৪ মে জানা যায়, দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে আসরের বাকি সময় মাঠে দেখা যাবে দ্য ফিজকে।আইপিএলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুম আইপিএলে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২০২২ সালে ৮ ম্যাচে আটের কম ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে ২০২৩ সালে মাত্র ২ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২ ম্যাচে ৭ ওভারে ৭৯ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। সব মিলিয়ে আইপিএলে ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন ‘কাটার মাস্টার’।

সর্বশেষ সংবাদ

ওয়াসাও সামলাবেন ডিএসসিসির প্রশাসক শাহজাহান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়ার দায়িত্ব আরও বাড়লো। এখন থেকে তিনি স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ