spot_img

শান্তি আলোচনাকে উপেক্ষা করেই ইউক্রেনে ‘রেকর্ডসংখ্যক’ ড্রোন হামলা রাশিয়ার

অবশ্যই পরুন

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক অঞ্চলে রেকর্ডসংখ্যক ড্রোন দিয়ে রোববার মধ্যরাতে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দাবি, এ হামলায় একজন নারী নিহত হয়েছেন। হামলার সময় আকাশে প্রচণ্ড বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টি হচ্ছিল।

এই আক্রমণ এমন এক সময়ে হলো, যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন বছরের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে ওই আলোচনায় কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া রাতভর ২৭৩টি ‘শাহেদ’ আক্রমণাত্মক ড্রোন ও অনুকরণকারী ড্রোন ছোড়ে। এর মধ্যে ৮৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং ১২৮টি লক্ষ্যচ্যুত হয়, যা বড় কোনো ক্ষতি করতে পারেনি।

উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো একে ‘রেকর্ড সংখ্যক ড্রোন হামলা’ বলে উল্লেখ করেন এবং বলেন, ‘রাশিয়ার একটি সুস্পষ্ট লক্ষ্য রয়েছে—তা হলো বেসামরিক নাগরিকদের হত্যার ধারাবাহিকতা বজায় রাখা।’

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর এবং রোববার সকালে ইউক্রেনের ছোড়া ২৫টি ড্রোন ভূপাতিত করেছে।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘মস্কোর লক্ষ্য হলো এই সংকটের কারণগুলো নির্মূল করা, টেকসই শান্তির শর্ত তৈরি করা এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি দাবি করেন, ইউক্রেনের ২০ শতাংশ এলাকা বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেই বাহিনীর কাছে প্রয়োজনীয় সামরিক সক্ষমতা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনা ছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে এক হাজার বন্দি বিনিময়ে সম্মত হয়েছে দুই পক্ষ।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ আলোচক রাসতেম উমেরভ জানিয়েছেন, আলোচনার পরবর্তী ধাপ হতে পারে প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠক। তবে ক্রেমলিন বলেছে, যুদ্ধবন্দি বিনিময় ও যুদ্ধবিরতি প্রসঙ্গে উভয়পক্ষের দৃষ্টিভঙ্গি পরিষ্কার না হওয়া পর্যন্ত পরবর্তী আলোচনা সম্ভব নয়।

এদিকে, ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৭ মে) জানিয়েছেন, তিনি সোমবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন। তার দাবি, নির্বাচিত হলে তিনি কয়েক দিনের মধ্যেই এই যুদ্ধ বন্ধ করতে পারবেন।

রাশিয়ার সর্বশেষ ড্রোন হামলা নিয়ে ইউক্রেন তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘ইস্তাম্বুলে আলোচনাগুলো রাশিয়ার জন্য নিছক ভান। পুতিন সত্যিকারের শান্তি চান না, তিনি যুদ্ধই চালিয়ে যেতে চান।

সর্বশেষ সংবাদ

‘কঠিন পরিস্থিতি থেকে গর্ব ও মর্যাদার সঙ্গে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ’

জনগণকে শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বা গুজবে কান না দিয়ে সরকারের প্রতি সমর্থন ও আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ