spot_img

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

অবশ্যই পরুন

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় উল্লাসে ফেটে পরে আন্দোলনরত ছাত্র-জনতা। এসময় মিষ্টি বিতরণের পাশাপাশি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পরে আন্দোলরত এলাকা।

নিষিদ্ধের পরপরই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ মোড়। বের হয় আনন্দ মিছিল। যেটি শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত পৌঁছায়। এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল বের হয়।

শাহবাগ থেকে বলা হয়, সরকারের এই ঘোষণাকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে তারা। দেশে যাতে আর কখনও ফ্যাসিবাদের জন্ম না হয় সেই প্রত্যাশা ছিল তাদের মুখে।

এছাড়া রংপুর, মেহেরপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, খুলনাসহ দেশের অনেক জেলাতেই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে আন্দোলনকারীরা।

সর্বশেষ সংবাদ

স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টায় নির্বাচন নিয়ে টালবাহানা: দুদু

নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (১৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ