সামরিক ঘাঁটি ও জলাধারে ব্যর্থ হামলার পর প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, শত্রুকে এমন ভাষায় জবাব দেবো যেন তারা ভালোভাবেই বোঝে। আমরা পরিষ্কার করে দিয়েছিলাম, যেসব আলোচনা টেবিলে হওয়ার কথা ছিল, সেগুলো এখন হবে যুদ্ধের ময়দানে।’
শেহবাজ শরিফ বলেছেন, ভারতের ব্যর্থ হামলার পর পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি আরও বলেন, ভারত পাকিস্তানের সামরিক স্থাপনা ও জলাধারকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এক প্রতিবেদনে এ খবর জানেয়েছে ডন।
সাম্প্রতিক যুদ্ধবিরতির পর জাতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, ‘আপনারা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে পাকিস্তান একটি আত্মসম্মানবোধ সম্পন্ন জাতি। আমাদের সম্মান ও সাহসিকতা আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান। কেউ যদি এগুলোকে চ্যালেঞ্জ করে, তবে আমরা আমাদের মাতৃভূমি রক্ষায় লোহার দেয়ালে পরিণত।’
পহেলগাম ঘটনার অজুহাত দেখিয়ে ভারত পাকিস্তানের ওপর একটি ‘অন্যায় ও অযৌক্তিক যুদ্ধ’ চাপিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন শেহবাজ। তিনি জানান, পাকিস্তান নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছিল এবং ভারতের ভিত্তিহীন অভিযোগের পরও সংযম প্রদর্শন করেছিল।
শেহবাজ শরিফ বলেন, ‘কিন্তু অহংকারে অন্ধ হয়ে ভারত আমাদের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাতে চেয়েছিল। তবে তারা ব্যর্থ হয়েছে।