নাটোর সদর উপজেলার দত্তপাড়া সেতু এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে পলিথিনে মোড়ানো মানুষের কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে দত্তপাড়া সেতুর কাছে তিনটি সবুজ রঙের পলিথিন পড়ে থাকতে দেখা যায়। বাতাসে একটি পলিথিন খুলে গিয়ে মানুষের একটি খণ্ডিত হাত বেরিয়ে আসে। অন্য দুটি পলিথিন বাঁধা ছিল। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছিল না। বিষয়টি জানাজানি হওয়ার পর সেখানে লোকজন ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, কোন একটি গাড়ি থেকে এই কাটা হাত নদীতে ছুড়ে ফেলার চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু সেটি নদীতে না পড়ে মহাসড়কের উপরেই পড়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে হাতটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে এটি কোন বয়স্ক মানুষের হাত বলে ধারণা করছে পুলিশ। কাজটি কারা করেছে তার তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি মাহাবুর রহমান।