spot_img

‘ড্রাগন’ নিয়ে এলো সুখবর

অবশ্যই পরুন

দক্ষিণি জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর অভিনীত ‘ড্রাগন’ নিয়ে এলো সুখবর। আগামী বছরের ২৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। মঙ্গলবার পরিচালক প্রশান্ত নীল এ ঘোষণা দেন। স্যাকনিল্ক ডট কম-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নির্মাতারা জুনিয়র এনটিআরের ৪২তম জন্মদিনে (২০ মে) সিনেমার প্রথম লুক প্রকাশ করবেন।

সিনেমাটির শুটিং সম্প্রতি শুরু হয়েছে। ‘আরআরআর’ তারকা গত ২২ এপ্রিল থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন।

আসন্ন ‘ওয়ার ২’-এর পর এটি অভিনেতার পরবর্তী সিনেমা হতে চলেছে।

প্রশান্ত নীল পরিচালিত নতুন এ মেগা প্রজেক্টে জুনিয়র এনটিআর-এর বিপরীতে থাকছেন রুকমিনী বসন্ত। তবে শ্রুতি হাসানের ক্যামিও গানটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উপস্থাপিত হবে, যা জুনিয়র এনটিআর-এর চরিত্রকে শক্তিশালীভাবে তুলে ধরবে। নতুন এই মেগা প্রজেক্টটি ইতোমধ্যেই চলচ্চিত্র মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন আরো একটি উত্তেজনাপূর্ণ খবর সামনে এসেছে, যা ভক্তদের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি করেছে।

সর্বশেষ সংবাদ

জাতীয় স্টেডিয়ামে হামজাদের ম্যাচের সব টিকিট এক ঘণ্টায় শেষ

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচের গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র এক ঘণ্টায়। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনলাইনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ