spot_img

অস্ট্রেলিয়ায় ফের লেবার পার্টির জয়, নিজ আসনেও হারলেন বিরোধীদলীয় পিটার

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধীদলীয় নেতা পিটার ডাটন। শুধু দলীয় পরাজয়ই নয়, তিনি নিজেও কুইন্সল্যান্ডের ডিকসন আসনে লেবার পার্টির প্রার্থী আলি ফ্রান্সের কাছে হেরে গেছেন।

শনিবার ব্রিসবেনে দলের সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে পিটার ডাটন বলেন, ‘এই প্রচারে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি—এটি আজ স্পষ্ট। এর পুরো দায় আমি নিচ্ছি। আমি প্রধানমন্ত্রীকে ফোন করে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। এটি লেবার পার্টির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

নিজ আসন হেরে যাওয়া প্রসঙ্গে ডাটন বলেন, ‘আলি ফ্রান্সের সঙ্গে আমার কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আজ রাতে তিনি ডিকসনে বিজয়ী হয়েছেন এবং একজন স্থানীয় প্রতিনিধি হিসেবে তিনি ভালো করবেন। আমি তাকে শুভকামনা জানাই।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাতে চাই লক্ষ লক্ষ অস্ট্রেলীয়দের প্রতি, যারা লিবারেল পার্টি ও কোয়ালিশনকে সমর্থন দিয়েছেন। আজ রাতটা আমাদের নয়… অনেক ভালো প্রার্থী ও সংসদ সদস্য তাদের আসন হারিয়েছেন, তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। আমি এর জন্য দুঃখিত। তবে আমাদের একটি অসাধারণ দল আছে, এবং আমরা আবার ঘুরে দাঁড়াবো।’ -রিউটার্স

সর্বশেষ সংবাদ

গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অবসান ঘটবে, হুঁশিয়ারি ডেনমার্কের

গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান ঘিরে কড়া সতর্কবার্তা দিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, ডেনমার্কের সম্মতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ