উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল। মঙ্গলবার অ্যাস্টন ভিলাকে বিদায় করে পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় করে শেষ চারে ওঠে বার্সেলোনা। বুধবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখকে বিদায় করেছে ইন্টার মিলান।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইংলিশ ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। স্পেনের পরাশক্তি বার্সেলোনা খেলবে ইতালির ইন্টার মিলানের বিপক্ষে। এ মাসের ২৯ ও ৩০ তারিখে হবে সেমিফাইনালের প্রথম লেগ। দ্বিতীয় লেগ মে মাসের ৬ ও ৭ তারিখে।
আগামী ২৯ এপ্রিল মুখোমুখি হবে আর্সেনাল ও পিএসজি। ম্যাচটির ভেন্যু আর্সেনালের মাঠ এমিরটেস। পরের দিন অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। দ্বিতীয় লেগে ৬ মে সান সিরোতে বার্সার বিপক্ষে খেলবে ইন্টার। ৭ মে প্যারিসে আর্সেনাল-পিএসজি ম্যাচ।
বাংলাদেশ সময় অনুযায়ী সেমিফাইনালের সূচি
মঙ্গলবার, ২৯ এপ্রিল | রাত ১:০০ টা: ইন্টার মিলান বনাম বার্সেলোনা
বুধবার, ৩০ এপ্রিল | রাত ১:০০ টা: আর্সেনাল বনাম পিএসজি
দ্বিতীয় লেগ:
মঙ্গলবার, ৬ মে | রাত ১:০০ টা: বার্সেলোনা বনাম ইন্টার মিলান
বুধবার, ৭ মে | রাত ১:০০ টা: পিএসজি বনাম আর্সেনাল
ফাইনাল কখন ও কোথায়?
২০২৫ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৩১ মে) জার্মানির মিউনিখে অবস্থিত আলিয়াঞ্জ অ্যারেনায়।