spot_img

পিএসএলে রঙিন অভিষেক রিশাদের, পেয়েছেন ৩ উইকেট

অবশ্যই পরুন

অবশেষে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে অভিষেক হলো রিশাদ হোসেনের। অভিষেক ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছেন এই টাইগার লেগি। প্রথমবার পিএসএলে খেলতে গিয়ে প্রথম ম্যাচের একাদশে সুযোগ মেলেনি রিশাদ হোসেনের। তবে অভিষেক ম্যাচের অপেক্ষাটা খুব একটা দীর্ঘ হলো না। নিজেদের দ্বিতীয় ম্যাচেই টাইগার স্পিনারকে নিয়ে একাদশ সাজায় লাহোর কালান্দার্স। রিশাদ আস্থার প্রতিদানও দিয়েছেন দারুণভাবে।

রোববার ((১৩ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৭৯ রানের বড় জয় পেয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলে রিশাদের অভিষেক মঞ্চে ডেব্যু ক্যাপ পরিয়ে দেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় সংগ্রহ পায় লাহোর। শেষ দিকে ব্যাট করতে নেমে ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন এই টাইগার লেগ স্পিনার।

এরপর বল করতে নেমে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন রিশাদ। ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। কোয়েটার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করা রাইলি রুশোকে বোল্ড করেন তিনি।

শেষ দিকে তুলে নেন মোহাম্মদ আমির ও আবরার আহমেদের উইকেট।

উল্লেখ্য, মঙ্গলবার ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে করাচি কিংসের মুখোমুখি হবে রিশাদের দল।

সর্বশেষ সংবাদ

নির্বাচনের জন্য কাগজ লাগবে এক লাখ ৭০ হাজার রিম, ব্যয় ৩৫ কোটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রায় এক লাখ ৭০ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ