২০২৫ সালের শেষ নাগাদ পৃথিবীর নিম্ন কক্ষপথে একজোড়া অরবিটাল ডেটা সেন্টার (ODC) নোড বসানোর ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ অবকাঠামো উন্নয়ন কোম্পানি অ্যাক্সিওম স্পেস। বাণিজ্যিক মহাকাশ স্টেশন নির্মাণের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এই উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংস-এ আয়োজিত ন্যাশনাল স্পেস সিম্পোজিয়াম-এ অ্যাক্সিওম জানায়, এই নোডগুলো কেপলার কমিউনিকেশনস-এর অপটিক্যাল রিলে নেটওয়ার্কের অংশ হয়ে স্বাধীনভাবে কাজ করবে। এতে থাকবে স্মার্ট স্যাটেলাইটের মতো উন্নত অনবোর্ড কম্পিউটিং ও ডেটা স্টোরেজ সুবিধা।
অ্যাক্সিওম স্পেস স্পেসএক্সের ক্রু ক্যাপসুল ব্যবহার করে এসব প্রকল্পে মানুষ পাঠাবে। প্রতিষ্ঠানটির ইন স্পেস ডেটা অ্যান্ড সিকিউরিটি বিভাগের গ্লোবাল ডিরেক্টর জেসন অ্যাসপিওটিস বলেন, “২০২২ সাল থেকেই আমরা আইএসএস-এ AWS Snowcone ব্যবহার করে ওডিসি সক্ষমতা পরীক্ষা করছি। ২০২৫ সালের বসন্তে আমাদের সর্বশেষ ‘ExDCU-1’ রেড হ্যাটচালিত ডিভাইসটি আইএসএসে পাঠানো হবে।”
অপটিক্যাল ইন্টার স্যাটেলাইট লিংক (OISL) ও স্পেস-টু-গ্রাউন্ড অপটিক্যাল সংযোগ প্রযুক্তি একীভূত করে প্রতি সেকেন্ডে ১০ গিগাবিট গতির তথ্য আদান-প্রদানের সক্ষমতা নিশ্চিত করার পরিকল্পনা করছে অ্যাক্সিওম। তিনি জানান, “এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ক্লাউড ডেটা সেবা সরাসরি মহাকাশ থেকেই সরবরাহ করা সম্ভব হবে।”
উল্লেখ্য, মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের ধারণা নতুন নয়। এর আগে ২০২২ সালে লোনস্টার কোম্পানি চাঁদের ল্যাভা টিউব ব্যবহার করে দীর্ঘমেয়াদি ডেটা স্টোরেজের পরিকল্পনা করেছিল।