পাঁচদিনের মধ্যেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, দানি সেবায়োস, কিলিয়ান এমবাপ্পে ও অ্যান্তোনি রুডিগার। শেষ পর্যন্ত এমবাপ্পে ও রুডিগার নিষেধাজ্ঞা পেলেও আর্সেনালের বিপক্ষে তাদের খেলার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না।
উয়েফা নিশ্চিত করেছে যে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পে ও রুডিগারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, তবে এই শাস্তি কার্যকর করা হবে এক বছরের মধ্যে। অর্থাৎ, তারা আর্সেনালের বিপক্ষে খেলতে পারবেন।
ঘটনার সূত্রপাত হয়েছিল গত ১৩ মার্চ, যখন অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয়ের পর রুডিগার ‘অশালীন’ উদযাপন করেন, যা প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্য করে করা হয়েছিল। অভিযোগ ওঠে যে, এই উদযাপনে এমবাপ্পে, সেবায়োস ও ভিনিসিয়ুসও যুক্ত ছিলেন। অ্যাথলেটিকো মাদ্রিদ উয়েফার কাছে এই ঘটনার তদন্তের দাবি জানায়।
উয়েফা তাদের তদন্ত শেষে রুডিগারকে এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৪০ হাজার ইউরো জরিমানা করেছে। এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো এবং সেবায়োসকে ২০ হাজার ইউরো অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে ভিনিসিয়ুসের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাকে শাস্তি দেওয়া হয়নি।
রুডিগার ও এমবাপ্পে যদি আর্সেনালের বিপক্ষে খেলতে না পারতেন, তাহলে রিয়াল মাদ্রিদ বড় সমস্যায় পড়তো। কারণ, দলটির আরেক গুরুত্বপূর্ণ সেন্টারব্যাক এডার মিলিটাও ইনজুরিতে ভুগছেন। এমন পরিস্থিতিতে কোচ কার্লো আনচেলত্তি ‘বি’ টিম থেকে রাউল অ্যাসেন্সিওকে দলে ডেকেছেন।
আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রুডিগার ও এমবাপ্পের উপস্থিতি রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তির খবর। এখন দেখার বিষয়, তারা মাঠে কীভাবে নিজেদের মেলে ধরেন।