spot_img

ফিলিস্তিনিদের আফ্রিকায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল

অবশ্যই পরুন

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের পূর্ব আফ্রিকার তিনটি দেশে পুনর্বাসনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ নিয়ে তারা সুদান, সোমালিয়া ও সোমালিল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছে, তবে সুদান প্রস্তাবটি সরাসরি নাকচ করেছে। সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে গাজা দখলের বিতর্কিত পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন। তিনি ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজাকে মধ্যপ্রাচ্যের বিলাসবহুল পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন। তবে জর্ডান ও মিশর তখনই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

গত সপ্তাহে আরব লিগ সম্মেলনে মিশর গাজা পুনর্গঠনের বিকল্প প্রস্তাব দেয়, যেখানে ফিলিস্তিনিদের গাজায় রেখেই পাঁচ বছরে পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে, কারণ এতে হামাসের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে স্পষ্ট নির্দেশনা নেই এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ইস্যুগুলোও অনিশ্চিত রয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন বাস্তবায়ন স্থগিত

ভারতের বিতর্কিত সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (১৬ এপ্রিল) আইনটির বিরুদ্ধে করা ৭৩টি পিটিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ