spot_img

ইফতার আয়োজন করে বিপাকে অভিনেতা, থানায় অভিযোগ দায়ের

অবশ্যই পরুন

রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। ৮ মার্চ চেন্নাইয়ের রোয়াপেট্রায় ওয়াইএমসিএ মাঠের আয়োজন তাঁর ভক্তদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছে।

১০ বছর বয়স থেকে অভিনয় জীবন শুরু তাঁর, কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে আচমকা রাজনীতিতে পা দিয়ে বসেন নায়ক। গতবছরই নিজের দলের নাম ঘোষণা করেছেন অভিনেতা, স্পষ্ট জানিয়েছেন ২০২৬ সালের আগে তাঁর দল কোনও নির্বাচনে অংশ নেবেন না। আর রাজনীতির জন্যে কয়েক বছর অভিনয়েও বিরতি নেবেন তিনি। কিন্তু রাজনীতিতে নেমেই বিতর্কে জড়িয়ে পড়লেন নায়ক। গত শুক্রবার (৮ মার্চ) ইসলাম সম্প্রদায়ের জন্যেই বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন বিজয়। তাতেই বিপত্তি!

তামিলনাড়ুর সুন্নাত জামাত অভিনেতা তথা তামিলাগা ভেত্রী কাজগম প্রধান থালাপথি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। তথ্য অনুযায়ী, তামিলনাড়ু সুন্নাত জামাতের কোষাধ্যক্ষ সৈয়দ কাউস অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

তাঁর দাবি, অভিনেতার আয়োজিত ইফতার সমাবেশটি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিকে অসম্মান করেছে। কারণ অনুষ্ঠানটি ইফতারের প্রকৃত চেতনা সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছিল। এমনকী বিনা উপবাসে এবং ইফতারের ধর্মীয় তাৎপর্যের সঙ্গে বিনা সম্পর্কযুক্ত ব্যক্তিরাও সমাবেশে অংশ নিয়েছিলেন, মদ্যপ ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। যা মুসলিম সম্প্রদায়কে অপমানিত করেছে। অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থাও খুব খারাপ ছিল। বিজয়ের বিদেশী নিরাপত্তারক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে অসম্মানজনক এবং ‘গরু’র মতো আচরণ করেছিলেন।

এতকিছু অভিযোগ নিয়ে সুন্নাত জামাতের কোষাধ্যক্ষ থালাপতি বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি অভিনেতা।

ইফতার পার্টিতে অভিনেতাকে সম্পূর্ণ সাদা পোশাকে এবং সাদা টুপি পরে ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। এমনকি, সন্ধ্যায় তাঁকে নামাজে অংশ নিতেও দেখা যায়। মুহূর্তেই বিজয়ের ছবি এবং ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। খবর অনুযায়ী, বিজয় সেদিন পুরোদিন রোজা রেখেছিলেন এবং ইসলামী রীতিনীতি অনুসারে নামাজ পড়েছিলেন। তাঁর আয়োজিত ইফতার অনুষ্ঠানে স্থানীয় ১৫টি মসজিদের ইমামদের অংশগ্রহণ করেছিলেন। মোট ৩,০০০ অংশগ্রহণকারীর থাকার ব্যবস্থা করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন কোহলি

অনেকেই ধারণা করছিলেন, চ্যাম্পিয়নস ট্রফির পর হয়ত ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন বিরাট কোহলি। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত আসরে ভারতের শিরোপা...

এই বিভাগের অন্যান্য সংবাদ