আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ২৫২ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডেরিল মিচেল। ১০১ বলে তার ইনিংসটিতে ছিল তিনটি বাউন্ডারি।
রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা।
আগে ব্যাট করতে নেমে, শুরুতে দেখেশুনে খেলতে থাকে নিউজিল্যান্ড। দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র গড়েন ৫৭ রানের জুটি। এরপরই শুরু ছন্দপতন। বরুন চক্রবর্তী ও কুলদীপ ইয়াদভ মিলে নাড়িয়ে দেন নিউজিল্যান্ডের টপ অর্ডার।
উইল ইয়াংকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ওপেনিং জুটি ভাঙেন বরুণ। ১২ রানের ব্যবধানে রাচিনকে বোল্ড করেন কুলদীপ।
উইলিয়ামসনের রিটার্ন ক্যাচ নিয়ে নিউজিল্যান্ডকে আবারও ব্যাকফুটে ঠেলে দেন কুলদীপ। আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা এসে সাজঘরে পাঠান টম লাথামকে।
এরপর ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পথের কাঁটা হয়ে দাঁড়ান বরুণ। ৩৪ রান করা ফিলিপসকে ফেরান বোল্ড করে। তবে ফিফটির দেখা পান মিচেল। ব্রেসওয়েল অপরাজিত থাকেন ৫৩ রানে।
শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে কিউইরা। ভারতের পক্ষে ৪৫ রানের খরচায় দুই উইকেট নেন বরুন চক্রবর্তী। ৪০ রানের বিনিময়ে কুলদীপ যাদবের শিকারও দুটি। একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।