spot_img

জার্মানিতে ভিড়ের মাঝে গাড়ি উঠে নিহত ২

অবশ্যই পরুন

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে ভিড়ের মাঝে দ্রুতগতির গাড়ি ঢুকে পড়ার ঘটনায় অন্তত একজন দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) ম্যানহেইমের ব্যস্ত একটি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ঘটনাস্থলে লোকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এবং কমপক্ষে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চেতনা ফেরানো হয়েছে।

এদিকে, ড্রাইভার ইচ্ছাকৃত গাড়ি চালিয়ে দিয়েছেন কি না অথবা জার্মানির কার্নিভাল উদযাপনের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক আছে কি না তা স্পষ্ট নয়।

গত বছরের ডিসেম্বরে দেশটির ম্যাগডেবুর্গে ও গত মাসে মিউনিখে জনতার ওপর গাড়ি চালিয়ে দেয়ার প্রাণঘাতী ঘটনা ঘটে। ২০২৪ সালের মে মাসে ম্যানহেইমে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছিল।

সর্বশেষ সংবাদ

নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ‍্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ