spot_img

অর্থপাচার মামলায় তারেক রহমান ও গিয়াস উদ্দিনের আল মামুনের আপিলের রায় ৬ মার্চ

অবশ্যই পরুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থপাচার মামলার আপিলের রায়ের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৪ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ তারিখ নির্ধারণ করেন।

আদালতে আপিলকারীদের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে, মানি লন্ডারিংয়ের মামলায় তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। সেইসঙ্গে গিয়াস উদ্দিন আল মামুনকে নিম্ন আদালতের দেওয়া ৭ বছরের কারাদণ্ড স্থগিত করা হয়।

গত ডিসেম্বরে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে গিয়াস উদ্দিন আল মামুনের করা লিভ টু আপিলের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনকে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

২০০৯ সালে সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে মানি লন্ডারিংয়ের মামলা করে দুদক। তারেক রহমান ও তার পরিবারকে হেয় করতেই এই মামলাটি করা হয়েছে বলে অভিযোগ তারেক রহমানের আইনজীবীদের।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে জয়ী করলে গাইবান্ধায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গের কৃষির গুরুত্ব বিবেচনায় একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ