২৪ ঘণ্টা না যেতে না যেতেই অ্যাথটিকো মাদ্রিদের শীর্ষ স্থান দখল করে নিয়েছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে শনিবার শীর্ষে উঠেছিল অ্যাটলেটিকো। রোববার ১০ জনের রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে হ্যান্সি ফ্লিকের দল সেই স্থান নিজেদের করে নিয়েছে।
লা লিগায় টানা সপ্তম জয়ে বার্সেলোনা ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সবার উপরে। অ্যাটলেটিকোর চেয়ে এক পয়েন্ট বেশি তাদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে তিনে। শনিবার রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হারে তারা।
১৭তম মিনিটে ডিফেন্ডার আরিজ এলুস্তোনদো ফাউল করেন দানি ওলমোকে। তাকে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলকে পেয়ে দ্রুত এগিয়ে যায় বার্সা। জেরার্ড মার্টিন ও মার্ক কাসাদো প্রথম পেশাদার গোল করেন।
বিরতির পরও অতিথি দলের ওপর চাপ ধরে রেখে একের পর এক সুযোগ তৈরি করে বার্সা। শেষ অর্ধে রোনাল্ড আরাউহো ও রবার্ট লেভানডোভস্কি গোল করেন।