spot_img

সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের

অবশ্যই পরুন

বাংলাদেশকে সন্ত্রাসবাদ ইস্যুতে সতর্ক করেছে ভারত। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে সার্ক পুনরুজ্জীবিত করার ইস্যুতে এই সতর্কবার্তা দেয়া হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

রণধীর জয়সওয়াল বলেন, সার্কের প্রসঙ্গটি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উপস্থাপন করেছেন। দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ এবং কী ধরনের কর্মকাণ্ড সার্ককে কোনঠাসা করে রাখার জন্য দায়ী।

তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটা গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশ সন্ত্রাসবাদকে হালকাভাবে নেবে না।

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বরে জম্মু-কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর শিবিরে সন্ত্রাসবাদী হামলার পর থেকে সার্ক সম্মেলন গতি হারায়। ওই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত তখন বলেছিল, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ