spot_img

যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে বৈঠক করতে সৌদিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে ৩ বছর ধরে। লম্বা সময় ধরে যুদ্ধ চলার কারণে ইউরোপজুড়ে দেখা দিয়েছে অর্থনৈতিক সঙ্কট। সেই সাথে, আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এই যুদ্ধ নিয়ে চলছে বিচার-বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে পৌঁছেছেন। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে তিনি রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। এই আলোচনার উদ্যোগ এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে।

গত সপ্তাহে, ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আলোচনার নির্দেশ দেন।

সর্বশেষ সংবাদ

রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় গ্রেফতার ৩

ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানীর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাকু,...

এই বিভাগের অন্যান্য সংবাদ