spot_img

গোল ও পেনাল্টি বাতিলের ম্যাচে, লিভারপুলের ৭ পয়েন্টের লিড

অবশ্যই পরুন

উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লিভারপুল। এই জয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেলো অলরেডরা। তবে পুরো ম্যাচে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাদের। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা

এই ম্যাচের পর ২৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৬০। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৩।

ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় লিভারপুল। প্রথমদিকে বেশ জমাট রক্ষণ দিয়েই লিভারপুলকে হতাশ করেছে উলভস। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকা আর্নে স্লটের সামনে সেটা টেকেনি বেশিক্ষণ। ম্যাচের ১৫ মিনিটে ঠিকই চলে আসে গোল। কিছুটা ভাগ্য আর অনেকটা দলীয় প্রচেষ্টায় দলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। কলম্বিয়ান এই ফরোয়ার্ডই আক্রমণের শুরু করেছিলেন। মাঝে সালাহ আর উলভস ডিফেন্ডারের পা ঘুরে তিনিই করেছেন ফিনিশিং।

খানিক বাদেই লিভারপুলকে পেনাল্টি উপহার দেন উলভস গোলরক্ষক জোসে সা। স্পট কিকে ভুল করেননি এই সময়ে ইপিএলের অন্যতম সেরা তারকা মোহামেদ সালাহ। দলকে এগিয়ে দেন ২-০ গোলে। এটি প্রিমিয়ার লিগে সালাহর ২৩তম এবং সব মিলিয়ে মৌসুমের ২৮তম গোল।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে মাঠে নামে উলভস। প্রেসিং করে লিভারপুলকে অনেকটা চাপে রাখে তারা। এর মধ্যে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল লিভারপুলের সামনে। কিন্তু দুই দফায় স্বাগতিকদের হতাশ করেছে ভিএআর।

৬৭ মিনিটে গিয়ে অবশ্য এক গোল হজম করে অলরেডরা। দারুণ এক শটে গোল করে ব্যবধান ২-১ করেন ম্যাথিয়াস কুনিয়া। ব্যবধান কমিয়ে সমতায় ফিরতে আরও মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু কুইনশা, ব্র্যাডলি আর ভার্জিল ভ্যান ডাইকের কারণে সমতায় আর ফেরা হয়নি তাদের।

সর্বশেষ সংবাদ

রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় গ্রেফতার ৩

ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানীর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাকু,...

এই বিভাগের অন্যান্য সংবাদ