spot_img

‘প্রাণনাশের হুমকি আসছে, ভয় পাচ্ছি…’

অবশ্যই পরুন

ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে প্রতিযোগীদের আপত্তিকর মন্তব্য করার পর প্রবল বিতর্কের মুখে তিনি। নিজের মন্তব্যের জন্য এর মধ্যেই ক্ষমা চেয়েছেন রণবীর। তবে এই বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। গড়িয়েছে আদালত পর্যন্ত। এরমাঝেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিলেন রণবীর আলাহাবাদিয়া। তা সঙ্গেই রণবীরের অভিযোগ, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

ইনস্টাগ্রামে রণবীর এলাহাবাদিয়া একটি মেসেজ লিখেছেন। সেখানে তিনি জানাচ্ছেন, ‘আমি এবং আমার টিম পুলিশের সঙ্গে এবং বাকিদের সঙ্গেও সহযোগিতা করছি। আমি সব নিয়ম মেনে চলব এবং সব প্রতিষ্ঠানের সামনেই যাব। আমার মন্তব্য অসংবেদনশীল এবং অসম্মানসূচক ছিল…আমি সত্যি দুঃখিত।’ তিনি সহযোগিতার কথা বললেও মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে তাঁর মুম্বাইয়ের ফ্ল্যাট তালাবন্ধ এবং ফোন বন্ধ রয়েছে।

রণবীরের দাবি, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলছেন, ‘আমায় চারিদিক থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমার পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে।’ তাঁর মায়ের ক্লিনিকে রোগী সেজে ঢুকে পড়েছিল বেশ কয়েকজন, এমনই অভিযোগ তাঁর। মেসেজে তিনি লিখছেন, ‘আমি ভয় পাচ্ছি, আমি জানি না কী করব। কিন্তু আমি পালিয়ে যাচ্ছি না। পুলিশ ও বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’

সময় রায়নার ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি এপিসোডে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার একটি মন্তব্য ঘিরে তুলকালাম চলছে দেশে। একাধিক জায়গায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। শনিবারই পুলিশ জানিয়েছিল রণবীরের খোঁজ মিলছে না। এর আগে রণবীর জানিয়েছিলেন যাতে বাড়ি এসে পুলিশ তাঁর বয়ান নেন, কিন্তু সেই আবেদন খারিজ করেছিল পুলিশ। শুক্রবার ভারসোভাতে তাঁর ফ্ল্যাটে গিয়ে পুলিশ দেখে সেটি তালাবন্ধ রয়েছে। এরই মধ্যে ওই শো-তে থাকা আরও একজন ইনফ্লুয়েন্সার অপূর্বা মুখিজাও প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। এই ঘটনায় মুখ খুলেছেন অভিনেতা ও সঞ্চালক রঘু রাম। ওই শো-এর একটি এপিসোডে বিচারক হিসেবে ছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

‘ফ্যাসিবাদ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোতে কোনো মতবিরোধ নেই’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার আশ্বাস দিয়েছে চারটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো হলো- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,...

এই বিভাগের অন্যান্য সংবাদ