spot_img

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু

অবশ্যই পরুন

লিবিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে ইউরোপগামী একটি নৌকা ডুবে পাকিস্তানের ১৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, লিবিয়া উপকূলে প্রাণ হারানো সকলেই পাকিস্তানের নাগরিক। এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাওইয়ার মার্সা ডেলা বন্দরে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে আনুমানিক ৬৫ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানতে পেরেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের সকলেই পাকিস্তানের নাগরিক। দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন ৩৭ জন। যাদের ৩৩ জনকে হেফাজতে নিয়েছে লিবিয়ার পুলিশ।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। হতাহতদের দ্রুত সনাক্ত করে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন শেহবাজ।

উল্লেখ্য, ২০২৩ সালের জুনের এক রাতে ভূমধ্যসাগরে ৭৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে থাকা ৩৫০ জনের বেশি পাকিস্তানির মৃত্যু হয়। তখন এদের মধ্যে মাত্র ৮২ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল।

সর্বশেষ সংবাদ

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ‍্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ