কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম সাইফ আলী খানের পরিবার। সাইফ আলীকে গত ১৬ জানুয়ারি তার বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে ঢুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্ত। ছয়টি ছুরিকাঘাত লাগে সাইফের। আর এই ঘটনার দিন অভিনেতার স্ত্রী কারিনা কাপুর ও তাদের দুই সন্তানও উপস্থিত ছিল বাড়িতে। সাইফ আলী এখন অনেকটা সুস্থ তবে এই ঘটনার রেশ না কাটতেই নতুন আলোচনায় কারিনা কাপুর।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, কারিনা কাপুর সম্প্রতি ইন্সটাগ্রাম বিয়ে, ডিভোর্স, সম্পর্ক নিয়ে একটি ডে পোস্ট করেছেন। আর সেটা কেন্দ্র করেই আলোচনা করছে নেটিজেনরা। তারা এই পোস্টের সঙ্গে দুই তারকার সম্পর্ক এবং সাইফকে হামলার ঘটনার সঙ্গে যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছেন।
করিনা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখলেন, বিয়ে, ডিভোর্স, ভয়, শিশুর জন্ম, কাছের মানুষের মৃত্যু, এসব বিষয় আপনি কখনো বুঝতে পারবেন না। যতক্ষণ না আপনার সঙ্গে এসব হচ্ছে, আপনি ততক্ষণ বুঝবেন না। জীবনের এই অধ্যায়গুলো নিয়ে কল্পনা যা করা হয়, বাস্তবে তা কিন্তু নয়। হয়তো নিজেকে বেশি চালাক মনে হচ্ছে। তারপর হঠাৎই মাটিতে পা পড়বে আপনার।’ অভিনেত্রী কেন এই পোস্ট করেছেন সে বিষয় এখনও কিছু বলেনি। তবে সাইফ ভক্তরা অনেকেই কারিনার এই পোস্ট শেয়ার করে নিজেদের মতামত দিচ্ছেন।
![কারিনা কাপুর সম্প্রতি ইন্সটাগ্রাম বিয়ে, ডিভোর্স, সম্পর্ক নিয়ে একটি ডে পোস্ট করেছেন। ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম](https://backoffice.channel24bd.tv/media/imgAll/2025February/uploads/kareena-kapoor_1739087513.jpg)
কারিনা কাপুর সম্প্রতি ইন্সটাগ্রাম বিয়ে, ডিভোর্স, সম্পর্ক নিয়ে একটি ডে পোস্ট করেছেন। ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম
অন্যদিকে, এর আগে বলিউড তারকা সাইফ আলী খানের হামলার ঘটনায় মুম্বাই পুলিশ অভিনেতার বয়ান নিয়েছেন। এর আগে সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের বয়ান নেয়া হয়েছে। কিন্তু দুজনের বয়ানে কিছু অসংগতি খুঁজে পায় পুলিশ। এ ছাড়া এই মামলাকে ঘিরে আরও কিছু প্রশ্ন উঠেছে। সাইফের হামলার ঘটনার আসল রহস্য এখনও ভেদ করেনি মুম্বাই পুলিশ।